সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আজ নেমেছে ব্যাটিংয়ে। শুরুটা ভালোই হয়েছে দলের। পাওয়ারপ্লেতে তুলে ফেলেছে ৫৯ রান, ১ উইকেট খুইয়ে।
আজ বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় এসেছেন জাকের আলি অনিক, আর রিশাদ হোসেনের জায়গায় এসেছেন নাসুম আহমেদ।
ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম। ওপাশে সৌম্য সরকার খোলসবন্দী হয়ে থাকলেও শুরু থেকেই তিনি চড়াও হন আফগান বোলারদের ওপর। ১৭ বলে ২২ রান তুলে ফেলেন ৩ চার আর ১ ছক্কায়।
মোহাম্মদ গজানফরের বলে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। পরের বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে মিড অনে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দেন তামিম।
তাকে হারানোর পর অবশ্য সে ধাক্কাটা সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। দ্বিতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত দুজন ৪০ বলে তুলেছেন ৩১ রান। আর তাতেই বাংলাদেশ পাওয়ারপ্লেতে তুলে ফেলেছে আফগানদের বিপক্ষে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান।
আরও পড়ুন: