বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সল্টের সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ১০:৫৬

শেয়ার

সল্টের সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। শনিবার (৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে সল্টের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা। পাওয়ার প্লের পরও নিয়মিত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব মাহমুদ ও আদিল রশিদের বোলিং তোপে এক সময় ১১৭ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

নবম উইকেটে ২৬ বলে ৪৯ রানের জুটি করে স্বাগতিকদের চ্যালেঞ্জিং পুঁজি তুলতে সহায়তা করেন রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোতি। সাকিব ৩৪ রানে নেন ৪ উইকেট, আর আদিল রশিদ ৩২ নেন ৩ উইকেট পান। একটি করে উইকেট পান ওভারটন এবং লিভিংস্টোন।
 
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। তৃতীয় উইকেটে জ্যাকব বেথেলকে নিয়ে ১০৭ রানের অপরাজিত জুটি করেন তিনি। সল্ট ৫৪ বলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। যেখানে ছিল ৯টি চার এবং ৬টি ছক্কার মার। বেথেল ৩৬ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেঞ্চুরি হাঁকানো ফিল সল্ট। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায়।