বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

কালো কাপড় দিয়ে মাঠ ঢেকে অনুশীলনে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ ১২:৪৫

শেয়ার

কালো কাপড় দিয়ে মাঠ ঢেকে অনুশীলনে ভারত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ক্লোজডোর অনুশীলন দিয়ে শুরু হলো ভারতীয় দলের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি। প্রথম টেস্টের ভেন্যু পার্থের অনুশীলন গ্রাউন্ডের চারদিকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখে অনুশীলন করেছে রোহিত শর্মার দল। তবে প্রথম দিন অনুশীলনে না এসে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি।

গত কয়েক বছর ধরে বিশ্বক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে ভারত। ঘরের মাঠকে একরকম দুর্গই বানিয়ে ফেলেছিল দলটি। তবে সেখানেই তাদের হোয়াইটওয়াশ করে ভারতীয়দের আত্মবিশ্বাসে অনেক বড় চিড় ধরিয়েছে নিউজিল্যান্ড।  ঘরের মাঠে হোয়াইটওয়াশের লাঞ্ছনা আর দুঃস্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন রোহিত-কোহলিরা। আর সেই পাহাড়সম চাপ মাথায় নিয়েই বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে গিয়েছেন তারা।    

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও ভাবমূর্তি ফেরাতে জয়ের জন্য মরিয়া ভারতীয়রা। ক্রিকেট বিশ্বের দুই মোড়লের মর্যাদার লড়াই বর্ডার-গাভাস্কার ট্রফি সেই উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরও। মহাশক্তিশালী অজিদের বধ করতে কৌশল সাজাচ্ছে ভারত। প্রথম টেস্ট সামনে রেখে পার্থে তাদের প্রথম অনুশীলন সেশন ছিল ক্লোজডোর।        
 
আইকনিক ওয়াকা স্টেডিয়াম, যা বর্তমানে অপ্টাস স্টেডিয়াম নামে পরিচিত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই ভেন্যুতেই ঘাঁটি গেড়েছে ভারতীয় দল। প্রথম দিন ভেন্যুর প্র্যাক্টিস গ্রাউন্ডের গ্রিল কালো কাপড় দিয়ে কাভার করে অনুশীলন করেছে সফরকারীরা।
 
ফোর্বসের ক্রিকেট সাংবাদিক ট্রিসটান লাভালেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট ভিডিও আর ছবিতে ভারতের অনুশীলনের কিছু অংশ দেখা গেছে। প্রথম ট্রেনিং সেশনে পুরো টিম ছিল না। ব্যাট হাতে নামেননি রান খরায় ভুগতে থাকা বিরাট কোহলি। নেটে ঘাম ঝরিয়েছেন রিশভ পন্ত, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলরা।        
 
আগের দিন প্রেস কনফারেন্সে কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, সিরিজে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ধারা বজায় রাখতে চান। এদিন অনুশীলনেও আগ্রাসী মেজাজে ছিলেন ব্যাটাররা। জয়সওয়ালের একটা শটে বল নেট গ্রাউন্ড সংলগ্ন রাস্তায় গিয়ে পড়ে। তবে পাশে থাকা স্কুল আগেই ছুটি হওয়ায় পথচারী বা গাড়িতে আঘাত হানেনি সেটা। তবে ম্যাচেও যে এমন সব শট খেলতে চাইবেন ভারতীয় ব্যাটাররা, সেটা বলাই যায়।  
 
অস্ট্রেলিয়ায় গম্ভীরের মন্ত্র হচ্ছে- যত বেশি সম্ভব প্রস্তুতি নেয়া। সেজন্য অতিরিক্ত কিছু সেশনের ব্যবস্থাও করেছেন তিনি। এখন দেখার পালা, কোচের এই তত্ত্বে সাফল্য পায় কিনা ভারতীয়রা।