বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

টেস্টে ব্যাট-প্যাড তুলে রাখলেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১১:৫৮

শেয়ার

টেস্টে ব্যাট-প্যাড তুলে রাখলেন ইমরুল
ফাইল ছবি

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ইমরুল কায়েস। সর্বশেষ তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনসে। ওয়ানডেতে তাকে লাল-সবুজ জার্সি গায়ে মাঠে দেখা গেছে ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে পচেফস্ট্রুমে সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল, জাতীয় লিগ, বিসিএলে নিয়মিত খেলেছেন ৩৭ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বয়স, ফিটনেস, পারফরম্যান্স সবকিছু বিবেচনা করে ইমরুল হয়তো বুঝতে পেরেছেন তার জাতীয় দলে ফেরাটা কঠিন! তাই টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে করা পোস্টের ক্যাপশনে ইমরুল লিখেছেনÑ ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’ ক্যাপশনের সঙ্গে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

২০০৮ সালে ব্লুমফন্টেইনে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ইমরুল কায়েসের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন তিনি। ৭৬ ইনিংসে ২৪.২৮ গড়ে ১ হাজার ৭৯৭ রান এসেছে তার ব্যাট থেকে। সর্বোচ্চ ১৫০। শতক তিনটি। ২০১৯ সালে ভারত সফরে দুটি টেস্ট খেলেছেন তিনি। তবে রান পাননি। ইনদোরে ৬, ৬ ও ক্যারিয়ারের শেষ টেস্টে ইডেন গার্ডেনসে ৪ ও ৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তারপর থেকেই টেস্ট সংস্করণে আর জায়গা হয়নি তার। প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি ইমরুল। ওয়ানডেতে ৭৮ ম্যাচে ৩২.০২ গড়ে ২ হাজার ৪৩৪ রান করেছেন তিনি। আর ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯.১৫ গড়ে ১১৯ রান এসেছে তার ব্যাট থেকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ইমরুলের অভিষেক হয়েছে ২০০৭ সালে, খুলনায় খুলনা বিভাগের হয়ে। ১৩৭ ম্যাচের (২৪৬ ইনিংস) ক্যারিয়ারে রান করেছেন ৭ হাজার ৯৩০। সর্বোচ্চ ২০৪। শতক ২০টি। ফিফটি ২৭টি। চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তিনি খুলনা বিভাগের হয়ে খেলছেন। সবশেষ কক্সবাজারে অনুষ্ঠিত সিলেট বিভাগের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে তিনি ০ ও ৭১ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচে (৫ ইনিংস) তার ব্যাট থেকে এসেছে ২১৩ রান। সর্বোচ্চ ৮৩*। আগামী শনিবার থেকে শুরু হবে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের খেলা। মিরপুরে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। এই ম্যাচটি খেলে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেবেন ইমরুল। বিদায়ী ম্যাচ উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা জানাবে বিসিবি।