বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১২:০৫

শেয়ার

উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে বিগত সরকারের পতন হয়েছে। এজন্য বহু মানুষকে জীবন দিতে হয়েছিল। এবার গণ মানুষের এই সংগ্রামকে স্বরণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট তৈরি করা হয়েছে। এই মাসকটের নাম দেয়া হয়েছে ‘ডানা ৩৬’।

মাসকটে দেখা যাবে শান্তির প্রতীক খ্যাত একটি সুসজ্জিত পায়রা। যেখানে বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

ডানা বিস্তৃত পায়রাটি গ্রাফিতি শিল্পে সজ্জিত একটি ক্রিকেট ব্যাট ধরে আছে। এর পালকের রঙিন গ্রাফিতি প্যাটার্ন এবং ব্যাট আমাদের স্বাধীনতা, ইতিবাচক শক্তি এবং সাংস্কৃতিক গর্বের থিম উপস্থাপন করে।

এদিকে এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।

আগামী ৩০ ডিসেম্বর বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল।