শনিবার

১৬ নভেম্বর, ২০২৪
২ অগ্রহায়ণ, ১৪৩১
১৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

‘বদমেজাজি’ গম্ভীরের মন্তব্যে অবাক নন পন্টিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১২:১০

শেয়ার

‘বদমেজাজি’ গম্ভীরের মন্তব্যে অবাক নন পন্টিং
কোলাজ: সংগৃহীত

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এ নিয়ে সমালোচনার শেষ নেই। এরপরই আবার টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরে টেস্ট পরীক্ষা। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে দলটি।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে আবার বরাবরই মুখের লড়াই চলে। এবার যেমন বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংয়ের উপর রেগে গিয়েছিলেন ভারত কোচ গৌতম গম্ভীর। তিনি প্রশ্ন তুলেছিলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হয়েও কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং। এবার আবার সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তিনি গম্ভীরকে ‘বদরাগী চরিত্র’ উল্লেখ করেছেন। তবে কোহলিকে খাটো করে দেখানোর উদ্দেশ্য ছিল না বলে মত তার।

পন্টিং অস্ট্রেলিয়ার এক চ্যানেলে বলেছেন, `ওর প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তবে গৌতম গম্ভীরকে আমি চিনি। বেশ বদমেজাজি চরিত্রের মানুষ। তাই ও যে আমার কথার ও ভাবে উত্তর দিয়েছে তাতে আমি অবাক নই।‘

তিনি আরও বলেন, `কোহলিকে কোনোভাবে কটাক্ষ করতে চাইনি। আমি বলেছিলাম কোহলি অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে এবং সে দেশেই ও ফর্মে ফিরতে চাইবে। যদি বিরাটকে জিজ্ঞাসা করেন, তা হলে ও নিশ্চয়ই বলবে যে আগের মতো শতরান করতে না পারা নিয়ে ও কতটা চিন্তায়। ছোট ছোট জিনিস নিয়েও যে কত কী হয়ে যায় সেটাই মাঝে মাঝে ভাবি। কোহলি দারুণ ক্রিকেটার। অতীতে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে।‘

কোহলি এ বছর সব ফরম্যাট মিলিয়ে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৫টি ইনিংসে ৪৮৮ রান করেছেন তিনি। গড় মাত্র ২০.৩৩।

এর আগে অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে গম্ভীর বলেছিলেন, `ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনো কারণই নেই।‘