শনিবার

১৬ নভেম্বর, ২০২৪
২ অগ্রহায়ণ, ১৪৩১
১৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অনিশ্চিত সাকিবের বিপিএলে অংশগ্রহণ, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১৭:৪৬

আপডেট: ১৪ নভেম্বর, ২০২৪ ১৮:০৩

শেয়ার

অনিশ্চিত সাকিবের বিপিএলে অংশগ্রহণ, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। এরই মধ্যে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। চট্টগ্রাম কিংস কবে থেকে অনুশীলন শুরু করবে এমন প্রশ্নের উত্তরে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানিয়েছেন, কোচ শন টেইট ও কিছু খেলোয়াড় ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দলে যোগ দেবেন। এরপরই শুরু হবে দলের অনুশীলন। তিনি বলেন, "ম্যাচের আগে আমরা দলের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে চাই।"

চট্টগ্রাম কিংসের ক্রিকেটার সাকিব আল হাসান দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনের কারণে তার দেশে ফিরে আসা সম্ভব হয়নি। তবে আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। চট্টগ্রাম কিংসের একাদশে সাকিবের নাম অন্তর্ভুক্ত হলেও, তার খেলা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কোনো নিশ্চয়তা দিতে পারছে না।

বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, "এখনো কিছু চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের কোনো নির্দেশনা আসেনি। আমরা একটি চিঠি পাঠাব, এরপর দেখি কী হয়।"

এছাড়া, সাকিব যদি বিপিএলে না খেলতে পারে, সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা নিয়েও কথা বলেন সামির। তিনি জানান, "হ্যাঁ, বিকল্প পরিকল্পনা অবশ্যই রয়েছে। আমরা তিন-চারজনের সঙ্গে কথা বলে রেখেছি, এবং প্রায় দুজন পছন্দের খেলোয়াড়ও রয়েছে। এখন দেখা যাক কী হয়।"

দীর্ঘ বিরতির পর আবারো বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। ফ্র্যাঞ্চাইজিটির জন্য নিজেদের জার্সি উন্মোচন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ টুর্নামেন্টে দলগুলোর জার্সি সাধারণত দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। সবকিছু ঠিক থাকলে, শিগগিরই একটি অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম কিংসের নতুন জার্সি উন্মোচন করা হবে।

চিটাগাং কিংসের স্কোয়াড

সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।