এখন পর্যন্ত কাগজ-কলমে ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেই অনুযায়ী নিজেদের সকল কাজ এগিয়ে নিচ্ছে দেশটি। এর মাঝেই ভারত জানিয়েছে তারা পাকিস্তানে দল পাঠাবেনা। আর এতেই গত কিছুদিন থেকে ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছে পাকিস্তান থেকে সরে যেতে পারে এবারের আসর।
প্রথমে হাইব্রিড মডেলের কথা আসলেও কিছুদিন আগে শোনা গেছে এবারের আসর হতে পারে দুবাই বা দক্ষিণ আফ্রিকায়। এতসব খবরের মাঝে নতুন খবর হলো চ্যাম্পিয়ন্স ট্রফি আসর বসতে পারে ভারতে।
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তাক জানিয়েছে, প্রয়োজন হলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারে ভারত।
বৃহস্পতিবার জল্পনা ছড়ায়, ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সেক্ষেত্রে ভারত কি দল পাঠাবে সেদেশে?
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একেবারে অনড় পাকিস্তান। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না।
২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো সফরে যায়নি ভারত। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ টেস্ট খেলুড়ে প্রায় সব দল নির্বিঘ্নে পাকিস্তানে গিয়ে খেলেছে। তাই ভারতের এমন সিদ্ধান্তে এবার পাকিস্তান সরকারও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে।
পিসিবিও সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ না খেলা ও ভবিষ্যতে ভারতে দল না পাঠানোর। ২০২৫ থেকে ২০৩১ এই সাত বছরে ভারতে আইসিসির চারটি বড় ইভেন্ট হওয়ার কথা। সেসময় পাকিস্তান দল না পাঠালে আইসিসি কি করবে সেটাও এখন ভাবনার বিষয়।
এখন দেখার বিষয় ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার এই ইদুর-বিড়াল খেলায় জয়ী হয় কে?
আরও পড়ুন: