বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে হারাল স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১২:২৪

শেয়ার

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে হারাল স্পেন
ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের ম্যাচে গতকাল রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। সুইশদের বিপক্ষে ম্যাচটিতে দুইবার এগিয়ে দিয়েছিল চলতি বছর ইউরোজয়ী স্প্যানিশরা। তবে দুইবারই ফিরে এসেছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলের দেখা পায় স্পেন, আর তাতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লুই দে লা ফুয়েন্তের দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই এক গোলের দেখা পায় স্পেন। ৩২ মিনিটে পেনাল্টি পেয়েছিল স্প্যানিশরা। তবে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন পেদ্রি। পেদ্রি পেনাল্টিতে গোল করতে না পারলেও ঠিকই লিডের দেখা পায় স্প্যানিশরা।

কয়েক সেকেন্ড পরই ইয়েরেমি পিনোর গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। এদিকে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৬৩ মিনিটে সমতায় ফিরে সুইজারল্যান্ড। সুইশদের সমতায় ফেরান জোয়েল মন্তেইরো। তবে মিনিট পাঁচেক পরেই ফের লিডের দেখা পায় স্পেন।

৬৮ মিনিটে ব্রায়ান গিলের গোলে ফের এগিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। তবে এবারও ফিরে আসে সুইশরা। ম্যাচের ৮৫ মিনিটে দলটি পেনাল্টি পেলে স্পটকিক থেকে গোল করেন আন্দি জাকিরি।

তবে শেষ রক্ষা হয়নি সুইজারল্যান্ডের। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রায়ান জারাগোজার গোলে স্কোরলাইন ৩-২ করে স্পেন। এরপর আর ম্যাচে ফেরা হয়নি সুইশদের। স্পেন আসর শুরু করেছল ড্র দিয়ে, তবে এরপর টানা পাঁচ জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করেছে স্পেন।