ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর থেকে। এর আগে স্বাগতিকদের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি সেরে নিল টাইগাররা। চারদিনের প্রস্তুতি ম্যাচ বৃষ্টির বাগড়ায় নেমে আসে দুই দিনে। তবে দুই দিনের ম্যাচেও সফরকারীরা দাপট দেখিয়েছে।
দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে সোমবার প্রথম দুই সেশন বলই মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে প্রথম দুই সেশন ভেস্তে যায়ার পর খেলা হয়েছে ২৫.৪ ওভার। তবে অনভিষিক্ত হাসান মুরাদের দুর্দান্ত হ্যাটট্রিকে ২৭.৪ ওভারে ৮৭ রান করতেই ৯ উইকেট হারায় ক্যারিবীয়দের একাদশ। পরে ড্র হয় ম্যাচটি।
স্বাগতিকদের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে বল হাতে নজর কেড়েছেন হাসান মুরাদ। তরুণ এই স্পিনারের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে দলে নিজের জায়গার দাবীটা পাকাপোক্ত করেছেন মুরাদ। প্রস্তুতি ম্যাচ হলেও দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন তিনি। পুরো ম্যাচে তিনি হাত ঘুরিয়েছেন কেবল ১.৪ ওভার, তাতেই ১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।
এছাড়া বল হাতে আঁটসাঁট বোলিং করেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদরাও, দুজনই নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।
এদিকে প্রস্তুতি ম্যাচেও ব্যাত হাতে ব্যর্থ হয়েছে টাইগারদের টপ অর্ডার। মাহমুদুল হাসান জয়-জাকির হাসানরা ইনিংস বড় করতে পারেননি, মমিনুল হক করেন ৩১ রান। তবে জাকের আলী অনিক, মাহঈদুল ইসলাম অঙ্কনরা মিডল অর্ডারে ভরসার পরিচয় দিয়েছেন। জাকেরে ৪৮ ও অঙ্কণের ৪১ রানের সুবাদে আগে ব্যাত করে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল ২৫৩ রান।
ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর, দুই দলের প্রথম ম্যাচটি হবে অ্যান্টিগায়, আর দ্বিতীয় ম্যাচটি কিংস্টনে ৩০ নভেম্বর থেকে। এছাড়া স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: