মঙ্গলবার

৩ ডিসেম্বর, ২০২৪
১৯ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৩:২৪

শেয়ার

ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের আসরে। এবার একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লা—এই তিন ভেন্যুতে হবে আসরের ম্যাচগুলো। সেমিফাইনালের চিরায়ত রীতি ভেঙ্গে এবার ফরম্যাটে পরবির্তন এসেছে ফেডারেশন কাপে।

বিপিএল ক্রিকেটের মতো ফেডারেশন কাপের নকআউট পর্বে থাকবে কোয়ালিফায়ার্স ও এলিমিনেটর রাউন্ড। শেখ জামাল ও শেখ রাসেলের মত দল এবার না থাকলেও, প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি হবে না বলে জানান পেশারদার লিগ কমিটির চেয়ারম্যানইমরুল হাসান।

জাতীয় দলের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ততা শুরু ক্লাবগুলোর। রাজনৈতিক পট পরিবর্তনের পর, দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। ১৬ বছর পর নতুন সভাপতির অধীনে মাঠে গড়াচ্ছে ফুটবল মৌসুম। পরিবর্তনের হাওয়া দেশের ঘরোয়া ফুটবলের পুরানো আসর ফেডারেশন কাপেও। চিরায়ত সেমিফাইনালের ফরম্যাট বদলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিপিএলের মতো কোয়ালিফায়ার্স ও এলিমিনেটর রাউন্ড থাকবে ফেডারেশন কাপে।

১০টি ক্লাব দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ফেডারেশন কাপে। গ্রুপ 'এ'তে আছে বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, ফর্টিস, ব্রাদার্স ইউনিয়ন ও ওয়ান্ডারার্স। গ্রুপ 'বি'তে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।

নক-আউটে সেরা চার দল খেলবে কোয়ালিফায়ার্স ও এলিমিনেটর ম্যাচ। দুই গ্রুপের চ্যাম্পিয়নের মধ্যে বিজয়ী দল খেলবে সরাসরি ফাইনাল। হেরে যাওয়া দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে।

সব দলকে সমান সুযোগ দিতেই ফরম্যাটে পরিবর্তন এনেছে বাফুফে। তিন ভেনুতে হবে খেলা। এই প্রতিযোগিতায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী। ১১ শিরোপা নিয়ে তালিকায় আবাহনীর পরেই আছে মোহামেডান। সবশেষ ২০২২-২৩ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের টাইব্রেকারে হারিয়েই তারা এই স্বাদ নিয়েছিল।