শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ আকিব জাভেদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ০৯:৪০

শেয়ার

পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ  আকিব জাভেদের
আকিব জাভেদ। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোচ ও নির্বাচকের দায়িত্ব একই সঙ্গে পালন করছেন আকিব জাভেদ। অথচ একসময় এমন দ্বৈত ভূমিকায় থাকার জন্য মিসবাহ উল হকের সমালোচনা করেছিলেন তিনি। অবশ্য এবার নিজে এই ভূমিকায় আসার পর বলছনে, সমালোচনা হলে সেটা মেনে নিতে প্রস্তুত তিনি।

আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় আকিবকে। পাশাপাশি নির্বাচক হিসেবে আগের দায়িত্বও পালন করে যাবেন সাবেক এই পেসার।

মিসবাহর উদাহরণ টানায় আকিব জাভেদ বলেন, ‘আমার ব্যাপারটি একটু ভিন্ন। মিসবাহর মতো আমি প্রধান নির্বাচক নই, নির্বাচক প্যানেলের অংশ। আমি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখি না, কারণ আমরা সবাই চাই এমন ক্রিকেটারদের বেছে নিতে, যারা পাকিস্তানের হয়ে সেরাটা খেলবে।’

তিনি আরও বলেন, ‘সমালোচনা অনিবার্য এবং সেটা যৌক্তিকও হতে পারে। লোকে প্রশংসা করবে নাকি সমালোচনা, এটিও একজন ক্রিকেটারের নিয়ন্ত্রণেই থাকে। দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমালোচনা ও প্রশংসা নির্ভর করবে আমাদের পারফরম্যান্সের ওপর। সমালোচনা যদি প্রাপ্য হয়, সবার আগে আমিই মেনে নেবো।’

কোচ হিসেবে নিজের পরিকল্পনা নিয়ে আকিব জাভেদ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের মূল মনোযোগ এখন ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে থিতু একটি দল দেখতে পাবেন আপনারা। টি-টোয়েন্টিতেও বদলের ছাপ দেখতে পাবেন আপনারা। জিম্বাবুয়ে সিরিজে আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দেয়ার পরিকল্পনা করছি। তাদের জন্য সুযোগ লুফে নেওয়ার বার্তা এটি।’

নতুনদের সুযোগ না দিলে বিকল্প ক্রিকেটার গড়ে তোলা সম্ভব নয় বলেও তিনি।

banner close
banner close