শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

নিলামের আগে আইপিএলের দলগুলোকে বিসিবির বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ১৬:৩৩

শেয়ার

নিলামের আগে আইপিএলের দলগুলোকে বিসিবির বার্তা
আইপিএল লোগো। ছবি: সংগৃহীত

আগামী তিন মৌসুমের জন্য আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে করে এ মৌসুমে নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে যারাই দল পাবেন, পরের তিন আসরেই খেলতে হবে তাদের। অন্যথায় দল না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

শুক্রবার সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া মেগা নিলাম যুদ্ধে অংশ নিতে প্রস্তুতি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তান ছাড়া প্রায় সবকটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড থেকেই সবুজ সংকেত পেয়েছে দলগুলো।

প্রতি বছরই নিলামে অংশ নেয় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দল পেলেও অনাপত্তিপত্রের জন্য পুরো মৌসুমে খেলা হয়ে ওঠে না তাদের। এতে করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের প্রতি আগ্রহও কমে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

এবার যারা দল পাবেন, তাদের আগামী ২৫, ২৬ ও ২৭ সাল পর্যন্ত তিন মৌসুমই খেলার সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে।

আইপিএলের এই আসরের নিলামে বাংলাদেশ থেকে থাকবে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ছাড়াও আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

আইপিএলের আগামী মৌসুম শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে এবং ২০২৭ সালের আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে। ২৬ সালে ম্যাচ হবে ৮৪টি ও ২৭ সালে ৯৪টি।

banner close
banner close