শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ১৯:৫৮

শেয়ার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: আইসিসি

শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এদিন ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। আর টেস্টে বাংলাদেশের ১৪তম অধিনায়ক হিসেবে এদিনই যাত্রা শুরু হয়েছে তার।

একদিন আগেই সিরিজের এই প্রথম টেস্টের জন্য একাদশ নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পেস সহায়ক অ্যান্টিগার এই ভেন্যুতে ৫ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। আর বাংলাদেশ নিয়েছে ৩ পেসার ও ২ স্পিনার। একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাদ পরেছেন নাহিদ রানা।

এর আগে অ্যান্টিগায় দুঃসহ স্মৃতি আছে বাংলাদেশের। ২০১৮ সালে এখানে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। ২০২২ সালে সর্বশেষ উইন্ডিজ সফরেও ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার সেখানে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জে নেমেছেন নতুন অধিনায়ক মিরাজ।

মিরাজ দেশের ৮ম ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেলতে নেমেছেন এদিন।

বাংলাদেশ একাদশঃ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

banner close
banner close