শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ভারতীয় ২ ক্রিকেটার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১১:১৭

শেয়ার

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ভারতীয় ২ ক্রিকেটার নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

একদিন পরই আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবে অনুষ্ঠিতব্য সেই নিলামের ঠিক আগে দুঃসংবাদ পেলেন দুই ভারতীয় ক্রিকেটার। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ২ বোলারকে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। আরও ৩ জনকে রাখা হয়েছে সন্দেহের তালিকায়। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

অবৈধ অ্যাকশনের কারণে বোলিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছেন মনীশ পাণ্ডে। আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ভারতীয় এই তারকা। একসময় জাতীয় দলের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। কলকাতার হয়ে জিতেছেন আইপিএলের শিরোপাও।

মনীশের মতোই অবৈধ অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা পেয়েছেন সৃজিত কৃষ্ণন। কর্ণাটকের এই ক্রিকেটার এখন পর্যন্ত আইপিএলে সুযোগ না পেলেও এবারের নিলামে তার দল পাওয়ার বেশ সম্ভাবনা ছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে।

লখনৌ সুপারজায়ান্টস এবং ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য দীপক হুডাও আছেন সন্দেহের তালিকায়। যেকোনো সময় নিষেধাজ্ঞা আসতে পারে তার অফ স্পিন বোলিংয়ের ওপর। সন্দেহভাজনের তালিকায় তার সঙ্গে আরও আছেন সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। দুইজনেই আছেন আইপিএল নিলামের তালিকায়। 

রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই মহাযজ্ঞে নিলামে তোলা হবে মোট ৫৭৫ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকি ২০৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।