শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রোনালদোর গোলের পরও হারলো আল নাসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১৩:৫০

শেয়ার

রোনালদোর গোলের পরও হারলো আল নাসর
ফাইল ছবি

সৌদি প্রো লিগে দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন পর্তুগিজ তারকা। গোল করলেন আল কাদসিয়ার বিপক্ষেও। তবে জিততে পারলো না তার দল আল নাসর। প্রো লিগের ম্যাচটিতে কাদসিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে রোনালদোর দল।

শুক্রবার (২২ নভেম্বর) ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে শুরুতে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন রোনালদোই। এরপর তারা আর জাল খুঁজে পায়নি। বিপরীতে জুলিয়ান কুইনোনেজ ও এমেরিক ওয়াবেয়াংয় গোল করে পরাজয়ের তিক্ত স্বাদ দেন আল নাসরকে।

ম্যাচের ৩২তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদো এগিয়ে নেন দলকে। চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তুগিজ ফরোয়ার্ডের সপ্তম গোল, আল নাসরের জার্সিতে ৫৭তম। 

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি আল নাসরের। ৩৭তম মিনিটে আল নাসরের ভক্তদের স্তব্ধ করে দেন কুইনোনেজ। তাতে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে কিছুটা পানসে ফুটবল উপহার দেয় আল নাসর। এই সুযোগেই এগিয়ে যায় সফরকারীরা। ৫১তম মিনিটে আল নাসরের দর্শকদের স্তব্ধ করে দেন ওবামেয়াং। এই ব্যবধান বজায় থাকে শেষপর্যন্ত। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রো লিগের টেবিলের তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখলে আল ইতিহাদ।

banner close
banner close