শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

শতক পেলেন কোহলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ১৫:৪৫

শেয়ার

শতক পেলেন কোহলি
শতকের পর ভিরাট কোহলি। ছবি: বাংলা এডিশন

অবশেষে! শতকের দেখা পেলেন ভিরাট। আন্তর্জাতিক খেলা সর্বশেষ ২৯ ইনিংস পর দেখা পেলেন তিন অঙ্কের দেখা।

এরআগে তিনি শেষ সেঞ্চুরি উৎযাপন করেছিলেন নভেম্বর মাসেই। তবে সেটি ছিল ২০২৩ সালে। সেই হিসেবে একবছর পর, আর দিনের হিসেবে ৩৭২ দিন।

আজকের এই শতকে টেস্টে তার মোট শতক ৩০ এ পৌছালো। 

banner close
banner close