সোমবার

২৫ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের হার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ২১:৫৫

শেয়ার

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের হার
জিম্বাবুয়ের কাছে হেরেছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮০ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

রোববার বুলাওয়েতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে মাত্র ২০৫ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। তবে এই অল্প পুঁজি যে তাদের জয়ের জন্য যথেষ্ট হবে সেটা প্রমাণ করতেই যেনো মাঠে নেমেছিলো পাকিস্তান।

জিম্বাবুয়ে ওপেনিংয়ে ৪০ রানের জুটি পায়। দলটির হয়ে ওপেনার তাদিওনাসে মারুমানি ২৯ রান করেন। মিডল অর্ডারে শন উইলিয়ামস ২৩ ও সিকান্দার রাজা ৪০ রানের ইনিংস খেলেন।

এছাড়া ব্রায়ান ব্রানডিটের ব্যাট থেকে ২০ ও পেসার এনগ্রাভার ব্যাট থেকে ৫২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন।

জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিক ১ রান, সাইম আইয়ূব ১১ রান ও কামরান ঘুলাম ১৭ রান করে আউট হন। ৪০ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

পরে আঘা সালমান ৪ ও ইরফান খান ৭ রান করে আউট হলে ৫৮ রানে ৬ উইকেট হারায় সফরকারী পাকিস্তান। অধিনায়ক রিজওয়ান ১৯ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচ ২১ ওভার শেষ হতেই বৃষ্টি নামে। ওই বৃষ্টি নির্দিষ্ট সময়ের মধ্যে না থামায় রান রেটে এগিয়ে থাকায় জয় পায় জিম্বাবুয়ে।

এর আগে বল হাতে পাকিস্তানের আঘা সালমান ও ফয়সাল আকরাম তিনটি করে উইকেট নেন। আমের জামাল, হাসনাইন ও হ্যারিস রউফ নেন একটি করে উইকেট। জিম্বাবুয়ের ব্লেজিং মুজরাবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট।