সোমবার

২৫ নভেম্বর, ২০২৪
১১ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯; বড় লিড পেতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:২৯

শেয়ার

বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯; বড় লিড পেতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
সংগৃহীত

অ‍্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে ব‍্যাট করছেন।

এখনও ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। চতুর্থ দিন ব‍্যবধান যতটা সম্ভব কমানোর দিকেই থাকবে দুই ব‍্যাটসম‍্যানের নজর।

কোন ব‍্যাটসম‍্যান  পারেননি ইনিংস বড় করতে। দুই অঙ্ক ছুঁতে পারা আট ব‍্যাটস‍ম‍্যানের মধ‍্যে পঞ্চাশ পর্যন্ত যেতে পেরেছেন কেবল দুইজন- মুমিনুল হক ও জাকের আলি। তারাও ফিরেছেন পঞ্চাশ ছুঁয়েই। সবার মিলিত অবদানে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। তবে ব‍ড় ব‍্যবধানে পিছিয়ে পড়া শঙ্কা প্রবলভাবেই আছে।

৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আলজারি জোসেফ। দুটি করে উইকেট নিয়েছেন জেডেন সিলস ও জাস্টিন গ্রেভস।

স্কোর: 
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.

বাংলাদেশ ২৬৯/৯ (মুমিনুল ৫০, শাহাদাত ১৮, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩, তাইজুল ২৫, হাসান ৮, তাসকিন ১১*, শরিফুল ৫*; রোচ ১৫-৪-৩০-১, সিলস ১৭-৭-৪২-২, আলজারি জোসেফ ২৫-৭-৬৯-৩, শামার জোসেফ ১৭-৩-৫৫-১, হজ ৮-০-২১-০, আথানেজ ৫-০-৯-০, গ্রেভস ১১-০-৩৪-২)