শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

লেগানেসের বিপক্ষে রিয়ালের দাপুটে জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ১৪:১৭

শেয়ার

লেগানেসের বিপক্ষে রিয়ালের দাপুটে জয়
ছবি:সংগৃহীত

টানা দুই ম্যাচ ড্র করে পেছনে ছুটতে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান আগেই কমিয়ে রেখেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগানোর লক্ষ্য নিয়েই হয়তো লেগানেসের মুখোমুখি হয় রবিবার। যদিও তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। গোল পেয়েছেন এমবাপ্পে, ভালভার্দে এবং বেলিংহ্যাম।

শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। যদিও দল পেতে বেশখানিকটা অপেক্ষা করতে হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের দশম মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। তবে অফসাইডে তা বাদ হয়ে যায়। তবে প্রথম হাফ শেষের দুই মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন সেই কিলিয়ান এমবাপ্পে। লেগানেসের ফুটবলারদের ভুলে প্রথম গোল পায় রিয়াল। লেগানেসের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের চাপে বল নিজেদের ডি-বক্সে নেয়ার সময় তা কেড়ে নেন ভিনিসিউস। সেই বল এমবাপ্পেকে পাস দিলে সহজ এক গোল পান ফরাসি এই তারকা।

রিয়াল দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৬৬তম মিনিটে। চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। আর ৮৫তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন বেলিংহ্যাম।

বাকি সময় আর গোল না হলে ৩-০ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

banner close
banner close