
জুনিয়র হকি এশিয়া কাপে বাংলাদেশ জয়ের ধারা ধরে রাখতে পারেনি। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মাসকাটে বাংলাদেশ ০-৬ গোলে পাকিস্তানের বিপক্ষে হেরেছে।
পাকিস্তান হকিতে বাংলাদেশের চেয়ে অনেক সূচকেই এগিয়ে। খেলার মাঠে সেটা আজ আবারো প্রমাণ হয়েছে। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোলশূন্য ড্র রাখতে পেরেছিল। এর পরের তিন কোয়ার্টারে আর সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম লিড পায় পাকিস্তান। খুব দ্রুতই স্কোরলাইন দ্বিগুণ করেন মোহাম্মদ আম্মাদ। ৩২ ও ৪৩ মিনিটে সুফিয়ান খান পেনাল্টি কর্নার থেকে আরও দুটি গোল করেন। ৫১ মিনিটে রানা ওয়ালিদ পঞ্চম গোল করলে বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার। ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন হায়াত জিকরিয়া।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার মালয়েশিয়ার বিপক্ষে।
আরও পড়ুন: