শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বিপিএলের মাকসট ‘ডানা ৩৬’ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৭

শেয়ার

বিপিএলের মাকসট ‘ডানা ৩৬’ উন্মোচন
ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’। জুলাই বিপ্লবের ত্যাগিদের উৎসর্গ করে এই মাসকট ডিজাইন করা হয়।

গত মাসের মাঝামাঝি সময়ে মাসকটের লোগো উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ অফিসিয়াল মাসকট উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেটারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, জাহানারা আলমসহ আরও অনেকে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরাও এতে উপস্থিত রয়েছেন।
 
বিপিএলের মাসকটটি একটি পায়রার, শান্তির প্রতীক হিসেবে সুসজ্জিত পায়রাকে দেখা যাবে। বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এর রয়েছে ৩৬টি ডানা, মাথায় ক্যাপ। বুকে হলুদ অক্ষরে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
banner close
banner close