
এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সাকিব আল হাসানের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বোর্ডকে কিছু শর্ত দিয়েছিলেন মিসটআর সেভেন্টি ফাইভ, কিন্তু বোর্ড সেগুলো মানতে পারছে না।
ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে না পারলে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা কমে যাবে। কী আছে তার ভাগ্যে? পাকিস্তানে শুরু তে যাওয়া টুর্নামেন্টে সাকিব কি খেলবেন?
হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিপিএলের মাসকট উন্মোচনী অনুষ্ঠান তথা তারুণ্যের উৎসবে আজ এমন কয়েকটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটার যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’
দেশে আসতে না পারায় সাকিব খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলতে পারবেন তিনি? ফারুক আহমেদ বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে... ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’
ফারুক আরও বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’
আরও পড়ুন: