আত্মহত্যা করেছেন এসএ গেমসে সোনাজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। চট্টগ্রামের এই শুটার দীর্ঘদিন মানসিকভাবে বিপযস্ত ছিলেন। যে কারণে পরিবারের সদস্যরা তাকে ঘরে আটকে রাখতেন।
এরপরেও শেষ রক্ষা হলো না। সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর পরিবারের সদস্যরা আহত সাদিয়াকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। আইসিইইয়ে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।
সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে আরেক সোনাজয়ী শুটার শারমিন আক্তার রত্না জানান, একটু আগে সাদিয়ার মারা যাওয়ার কথা শুনেছি। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে মৃত্যুর খবরটি জানিয়েছে।
২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া। সে বছর ঢাকায় এসএ গেমসেও স্বর্ণপদক উপহার দিয়েছিলেন বাংলাদেশকে। তার তিন বছর পর সবশেষ ১০ মিটার এয়ার রাইফেলে সাফল্য পান বাংলাদেশ গেমসে।
এরপর থেকেই শুটিংয়ের বাইরে সাদিয়া। গত চার বছর তিনি একেবারে আড়ালেই ছিলেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি অসুস্থ। যদিও শুটিং থেকে একেবারে মুখ ফিরিয়ে নেয়ার কারণটা রহস্যই থেকে গেছে। সেই রহস্যের মাঝেই আগুনে পুড়ে আবার সংবাদ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: