জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে ২০১৯-২০ মৌসুমের পর আর শিরোপাটার দেখা পায়নি তারা। এমনকি পার হতে পারেনি কোয়ার্টার ফাইনালের বাঁধাও।
এবারও বায়ার্ন বাদ পড়ল শেষ ষোল থেকে। ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেন। ৬৯তম মিনিটে একমাত্র গোলটি নাথান টেলার। গতবার বায়ার্ন ছিটকে গিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকে।
ম্যাচের ১৭তম মিনিটে বড় ধাক্কাটি খায় বায়ার্ন। বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষের ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যানুয়াল নয়্যার। ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৭তম ম্যাচে প্রথমবার দেখলেন লাল কার্ড।
চোটের জন্য হ্যারি কেইন ছিলেন না এমনিতেই। এরপর নয়্যারকে হারানোর ধাক্কাটা আর কাটাতে পারেনি বায়ার্ন। ১০ জন নিয়ে পাল্লা দিয়ে খেললেও ৬৯ মিনিটে গোল হজম করে তারা। সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে দলকে কোয়ার্টার ফাইনালের টিকিট পাইয়ে দেন লেভারকুজেনের নাইজেরিয়ান মিডফিল্ডার নাথান টেলা।
এ নিয়ে সবশেষ ৫ ম্যাচে বায়ার্ন হারাতে পারল না লেভারকুজেনকে। এই পাঁচ ম্যাচের দুটি হয়েছে ড্র আর তিনটি জিতেছে লেভারকুজেন। জার্মান কাপের অপর ম্যাচে বিয়েলফেল্ড ৩-১ গোলে ফ্রেইবুর্গকে, স্টুটগার্ট ৩-০ গোলে হারিয়েছে এসএসভিকে।
এদিকে ইতালিয়ান কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এসি মিলান। সাসুউলোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। অপর ম্যাচে বোলোনিয়া ৪-০ গোলে হারিয়েছে মনজাকে।
আরও পড়ুন: