
স্প্যানিশ কোপা দেল রেতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহুর্তে আলভারেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। কোপা ইতালিয়ায় একই ব্যবধানে লাৎজিও এর কাছে ঘরের মাঠে নাপোলি হেরছে। টিজানি নসলিনের হ্যাটট্রিকে পরাজয়ের মুখ দেখে দলটি।
কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর মাঠে শেষ মুহুর্তের ঝড়ে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে আলভারো মেরেনসিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
৮২ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকে রেখে জয়ের সুবাতাস পাচ্ছিল ক্যাসেরেনো। ৮৩ মিনিটে ক্লিমেন্ট লেঙ্গলেটের গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
ইনজুরি টাইমে ষষ্ঠ মিনিটের মাথায় আলভারেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের।
আরও পড়ুন: