
চলমান গ্লোবাল সুপার লিগে নিজেদের শুরুটা একদমই ভালো হয়নি রংপুর রাইডার্সের। প্রথম দুই ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হারের তিক্ত স্বাদ পেতে হয় নুরুল হাসান সোহানের দলকে। আর তাতে ফাইনালের স্বপ্ন অনেকটাই ক্ষীণ হয়ে যায় রাইডার্সদের।
তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছে তারা। তাতে করে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লাহোরের ইনিংস। তাতে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের দল।
প্রভিডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে রংপুর। সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৫০ রান পূরণ করে দলটি। সৌম্য ১৩ বলে করেন ২২। ঝড় তুলেছেন সাইফ হাসানও। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর ওপেনার স্টিভেন টেইলর ২৭ বলে অপরাজিত ছিলেন ৩২ রান করে।
বৃষ্টি আইনে ৯ ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাড়ায় ১১১ রানের। শেখ মেহেদির তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। এর মধ্যে ৩টি উইকেট পান মেহেদি।
পরের দিকে মির্জা বাইগ, টম অ্যাবল আর শেষদিকে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইগ ২০ বলে ৩১, অ্যাবল ১২ বলে ২৫ করে আউট হন। ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। এতে ৭ উইকেটে ৮৭ রানে থেমে যায় লাহোরের ইনিংস।
আরও পড়ুন: