
অ্যাডিলেট টেস্টের প্রথম বলের গল্পটা ঠিক এমনই ছিল। যশস্বী জয়সওয়ালকে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে স্বাগতিকদের ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টার্ক। নীতিশ কুমারকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের শেষ পেরেকটাও ঠুকে দিলেন তিনি।
গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার এই পেসারের তোপে দাড়াতে পারলো না ভারত। নীতিশ কুমার রেড্ডির মান বাঁচানো ৫৪ বলে ৪২ রানের ইনিংসের পরও শেষ পর্যন্ত সফরকারীদের ইনিংস গুটিয়ে গেছে ১৮০ রানে। স্টার্ক একাই শিকার করেছেন ৬ উইকেট।
দিবারাত্রীর এই টেস্ট ঘিরে উন্মাদনার কমতি ছিলো না। বিশেষ করে গত সফরে এই অ্যাডিলেডেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়েছিলো ভারত। এবার অবশ্য কিছুটা আত্মবিশ্বাস নিয়েই অ্যাডিলেডে খেলতে নেমেছিল সফরকারীরা।
এবারের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের ভেন্যু ছিল পার্থে। প্যাট কামিন্সদের বিপক্ষে ২৯৫ রানের রেকর্ড জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।
আরও পড়ুন: