
ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্স। যার জের ধরে তিন ম্যাচের সিরিজে আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অথচ সেই আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ। মুঠোয় থাকা ম্যাচ বাংলাদেশ হেরে যায় ১২ রানে। সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেলা ২টায় মুখোমুখি হবে দুই দল।
প্রথম ম্যাচের আগে এই আইরিশদের বিপক্ষে শেষ সাত ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে হার মানে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নাই। তার আগে দরকার সিরিজে সমতা আনা। দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম মনে করেন, শুরুতে হারলেও সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন হলেও গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে দলের প্রস্তুতি, পারফরম্যান্স ও জয়ের প্রত্যাশা নিয়ে জাহানারা বিসিবির প্রচারিত ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।’
প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৭০ রান। ১২ ওভারে ১ উইকেটে ১০৩ রান করেও ম্যাচ হেরে যায় দল। জাহানারা বলেন, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।’
জাহানারার মতে টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডার দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনতে পারব।’
আরও পড়ুন: