রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

২০ বলেই ভারতকে টেস্টে হারালো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ ১২:২৭

আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৫

শেয়ার

২০ বলেই ভারতকে টেস্টে হারালো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অ্যাডিলেইড টেস্টে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মার দলের বিপক্ষে মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে মাত্র ২০ বল। একপেশে লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্র্রফিতে ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।

পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে সংক্ষিপ্ত টেস্টের রেকর্ড এটি।

প্রথম ইনিংসে ভারতকে ১৮০ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া করে ৩৩৭ রান। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট ১২৮ রান সংগ্রহ করে ভারত।

৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন ৪৭ রান করতেই বাকি ৫ উইকেট হারায় রোহিত শর্মার দল। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের পেস তোপের সামনে তারা টিকতে পারে মাত্র ১ ঘণ্টা। ব্যাট করে ১২ দশমিক ৫ ওভার। শেষ পর্যন্ত ১৭৫ রানে অলআউট হয়ে গেলে মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া।

 

banner close
banner close