রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

একদিনে তিন হার ভারতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ ২০:৪১

শেয়ার

একদিনে তিন হার ভারতের
কোলাজ: বাংলা এডিশন

ভারতের ক্রিকেটাঙ্গনে শোকের চাঁদরে ঢেকে যাওয়ার মতোই এক দিন গেলো আজ। নিকট অতীতে এমন দিন তারা কবে দেখেছে সেটাই হয়তো ভাবছে ভারতীয়রা। কারণ একদিনেই তারা দেখলো তাদের গর্বের ক্রিকেট দল আলাদা তিন খেলায় নাস্তানাবুদ হয়েছে আজ।

ভারতের জাতীয় দল আজ সকালেই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ১০ উইকেটের বিনিময়ে। সেটাও আবার আরেক লজ্জার রেকর্ড করে। ভারত-অস্ট্রেলিয়ার হওয়া সকল টেস্ট ম্যাচে সবচেয়ে কম বল খেলার রেকর্ড হয়েছে আজ।

সকালের সেই লজ্জা ভুলতে না ভুলতেই তাদের নারী দলকে ওডিআই-তে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

দিনের শুরুর সেই কষ্ট হয়তো তারা ভুলে যেতে পারতো, যদি তাদের অনূর্ধ্ব-১৯ দল আরব আমিরাতে হওয়া যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারতো। কিন্তু সেটাতো হয়নি উল্টো তাদের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বাংলার যুব টাইগাররা।

ফাইনালে ৫৯ রানের পরাজয় নিয়ে তারা ট্রফিতো হেরেছেই, সেই সাথে দানে দানে তিন দান মিলিয়ে ভারতবাসীকে তারা উপহার দিয়েছে একদিনেই তিন হারের লজ্জা।

banner close
banner close