২৮ রানে ৩ উইকেটের পতন। পাকিস্তানের দুর্দান্ত শুরু। আবরার আহমেদের লেগস্পিনের সঙ্গে শাহিন আফ্রিদির চমৎকার স্পেল। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান যেমন শুরু হয়েছিল সেটাই পেয়েছে।
প্রোটিয়াদের জার্সিতে যে একজন ডেভিড মিলার আছেন। প্রতিপক্ষ বোলারদের শাসন করাটাই যার নিত্যদিনের কাজ। ২৮ বলে ফিফটির পর থামলেন ৪ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৪০ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলে।
এরপর ডারবানে ঝড় তুললেন জর্জ লিন্ডে। তিন বছরের বেশি সময় পর দক্ষিণ আফ্রিকা দলে ফেরা এই অলরাউন্ডার খেললেন ২৪ বলে ৩ বাউন্ডারি ৪ ছক্কায় ৪৮ রানের ইনিংস। তাতে দক্ষিণ আফ্রিকা পায় ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি। শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ নেন ৩টি করে উইকেট।
জবাবে পাকিস্তানের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৭২ রানে। দক্ষিণ আফ্রিকা পায় ১১ রানের জয়। ব্যাটের পর বল হাতে ২১ রানে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ের নায়ক জর্জ লিন্ডে। তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালের জুলাইয়ে।
পাকিস্তানের হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬২ বলে ৭৪ আর সাইম আইয়ুব করেন ১৫ বলে ৩১। বাবর আজম আউট হয়েছিলেন ০ রানে।
আরও পড়ুন: