রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জিরোনার বিপক্ষে ১-০ গোলে জয় লিভারপুলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮

শেয়ার

জিরোনার বিপক্ষে ১-০ গোলে জয় লিভারপুলের
ছবি: সংগৃহীত

দারুণ ছন্দে ছুটে চলার পথে গত সপ্তাহে পাওয়া হোঁচটের ধাক্কা কাটিয়ে উঠল লিভারপুল। জিরোনার চ্যালেঞ্জ সামলে চ্যাম্পিয়ন্স লিগে টানা ষষ্ঠ জয় পেল আর্না স্লটের দল। সেই সঙ্গে নিশ্চিত করল অন্তত শেষ ষোলোর প্লে-অফে খেলার টিকেট।

স্প্যানিশ ক্লাবটির মাঠে মঙ্গলবার জমজমাট লড়াইটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। তাদের জয়ের নায়ক মোহামেদ সালাহ।

এদিন লিভারপুলের জার্সিতে ৬৫৬ দিন পর একইসঙ্গে ম্যাচ শুরু করেছিলেন অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ এবং অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের হয়ে সর্বজয়ী এই ডিফেন্স লাইনআপ জিরোনার বিপক্ষে আরও একবার দেখালেন নিজেদের সামর্থ্য।

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে একমাত্র গোল আসে ৬৪ মিনিটে। বক্সে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দেয় ব্যবধান।

ছয় ম্যাচে মাত্র একটিতে জয়ী জিরোনা ৩ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।

 

 

 

banner close
banner close