
বিভিন্ন দেশের ক্রিকেট লিগের বিরুদ্ধে প্রায় সময় ফিক্সিংয়ের অভিযোগ উঠে। এবার খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে গ্রেফতার হলেন লঙ্কা টি-টেন লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর।
বৃস্পতিবার পাল্লেকেলেতে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। গল মারভেলসের হয়ে চলতি টি-টেন লিগে খেলছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানও।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার ও ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রেম ঠাকুরের বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রস্তাবের অভিযোগ পাওয়া গেছে। সেজন্যই লঙ্কান স্পোর্টস পুলিশের একটি শাখা তাকে গ্রেফতার দেখিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন গলের মালিক প্রেম ঠাকুর। সেই ক্রিকেটার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দ্রুতই পুলিশকে অবহিত করেন।
সেই অভিযোগের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিককে গ্রেফতার করা হয়।
শুক্রবার কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
আরও পড়ুন: