রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ধর্ষণের মামলা থেকে এমবাপ্পের মুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ২১:০১

শেয়ার

ধর্ষণের মামলা থেকে এমবাপ্পের মুক্তি
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ধর্ষণের মামলা থেকে মুক্তি পেয়েছেন। সুইডেনে ছুটি কাটানোর সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে। যদিও পর্যাপ্ত প্রমাণের অভাবে তদন্ত বন্ধ ঘোষণা করেছে সুইডিশ পুলিশ।

গত অক্টোবরে নেশন্স লিগের ম্যাচ না খেলে সুইডেনের একটি হোটেলে উঠেছিলেন এমবাপ্পে। সে সময় ওই হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এমবাপ্পে অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টিকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন।

সুইডিশ পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করা হয়েছে।

এমবাপ্পে বলেছেন, এ নিয়ে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি তার সঙ্গে।

রিয়ালে যোগ দেয়ার পর থেকে নিজের চেনা ফর্মে ছিলেন না বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তবে সম্প্রতি ফর্মে ফেরার পথে রয়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন এই ফরাসি তারকা।

banner close
banner close