রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ট্রাভিস হেড বরাবরই ভারতের আতঙ্ক; ওয়ানডে স্টাইলে করলেন ১৫২ রান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৬:১২

আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৬:৫৬

শেয়ার

 ট্রাভিস হেড বরাবরই ভারতের আতঙ্ক; ওয়ানডে স্টাইলে করলেন ১৫২ রান
ছবি: সংগৃহীত

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ট্রাভিস হেডের। অ্যাডিলেইডে ভারতীয় বোলারদের কাঁদিয়ে খেলেছিলেন ১৪০ রানের ইনিংস। ব্রিজবেন টেস্টে সেখান থেকেই শুরু করলেন অসি ব্যাটার। হাঁকালেন আরও একটি সেঞ্চুরি।

আজ রোববার ব্রিজবেন টেস্টের দ্বিতীয় দিনে হেডের সেঞ্চুরি যেন ভারতীয়দের কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো। অ্যাডিলেইডে বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরি কতটা ক্ষোভ তৈরি করেছিল ভারতীয়দের মধ্যে, তা প্রমাণ হয়েছিল তাকে আউট করার পর মোহাম্মদ সিরাজের উদযাপনের মাধ্যমে। যার কারণে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিনামাও দিতে হয়েছে ভারতীয় পেসারকে। এবার সেই হেড দাপট দেখিয়ে আবারও হাঁকালেন সেঞ্চুরি।

গাবা স্টেডিয়ামে টেস্টে আগের তিন ইনিংসে ডাক মেরেছিলেন হেড। কিন্তু আজকের সেঞ্চুরির মাধ্যমে প্রমাণ হলো গাবায় ফর্মে ফিরেছেন তিনি। একাই করেছেন ১৫২ রান।

দুর্দান্ত এই সেঞ্চুরি হাঁকানোর পথে ভারতীয়দের বিপক্ষে টেস্টে ১০০০ রান পূর্ণ করেছেন হেড। দীর্ঘ ফরম্যাটে যেকোনো দেশের বিপক্ষে এটিই তার সর্বোচ্চ রান। এতে প্রমাণিত হয়, ভারতীয়দের পেলেই জ্বলে ওঠেন হেড। মারকুটে ইনিংস খেলে ভারতীয় বোলারদের শাস্তি দিতে পছন্দ করেন তিনি। ২০২৩ সালের ওয়ানেড বিশ্বকাপের ফাইনালেও তা প্রমাণ করেছিলেন অসি ব্যাটার।

হেডের আজকের ইনিংস অস্ট্রেলিয়ার জন্য ছিল ব্যাপক গুরুত্বপূর্ণ। স্টিভ স্মিথের সঙ্গে চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি করে খাদের কিনারা থেকে অসিদের তুলে এনেছেন তিনি।

বৃষ্টির কারণে গতকাল শনিবার ব্রিজবেন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মোটে ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়।

কিন্তু আজ রোববার ৪৭ রান যোগ করতেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৭৫ রানে ৩ টপঅর্ডার উসমান খাজা, নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেনের উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন হেড ও স্মিথ।

banner close
banner close