রবিবার
10:57:25

২৭ এপ্রিল, ২০২৫
১৪ বৈশাখ, ১৪৩২
২৯ শাওয়াল, ১৪৪৬

বিজয়ের দিনে রুদ্ধশ্বাস লড়াই শেষে ৭ রানে বাংলাদেশের জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:০৪

আপডেট: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:০৪

শেয়ার

বিজয়ের দিনে রুদ্ধশ্বাস লড়াই শেষে ৭ রানে বাংলাদেশের জয়
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট ভিনসেন্টে সময়টা ১৫ ডিসেম্বরের শেষ প্রহর। হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে ঘড়ির কাটায় এরই মধ্যে ১৬ ডিসেম্বর। আজকের দিনে বাংলাদেশ পালন করছে বিজয়ের ৫৩ বছর। ১৬ ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টিম টাইগার্সের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে।

ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনাকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তোলে বাংলাদেশ।  

সৌম্য সরকার ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে মেহেদী হাসান অপরাজিত ২৬ ও শামীম হোসেন ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও ওবেদ ম্যাককয় ২টি করে উইকেট নেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান অসাধারণ বোলিং করে ৪ উইকেট তুলে নেন।

রভম্যান পাওয়েলের ৬০ রানের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ আশা দেখছিল শেষ পর্যন্ত। তবে শেষ ওভারে তিনি হাসান মাহমুদের শিকার হন। ওয়েস্ট ইন্ডিজ ১৯ দশমিক ৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়।

বাংলাদেশের হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।

banner close
banner close