
ছবি: সংগৃহীত
পুরো মৌসুমে কেবল একটি গোল ছিল গ্যাব্রিয়েল জেসুসের। আর ২০২৪ সালে আর্সেনালের হয়ে গোল করেছিলেন দুটি। সেই জেসুস জ্বলে উঠলেন সঠিক সময়ে।
লিগ কাপ কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করলেন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ২০২২ সালের এপ্রিলের পর ক্লাব ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক এই ব্রাজিলিয়ানের।
তাতে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে পৌঁছাল আর্সেনাল। জেসুস গোল খরা কাটানোয় খুশি কোচ মিকেল আরতেতা।
মিকেল আরতেতা বলেন, ‘খুব ভালো লাগছে জেসুসের জন্য। অনেক দিন পর গোল পেল ও। ক্লাবের যখন দরকার তখনই নিজেকে মেলে ধরেছে জেসুস।’
আরও পড়ুন: