শুক্রবার
13:17:21

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

জাকেরের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৯

আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৪ ১০:০৪

শেয়ার

জাকেরের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের কারণে ছিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসেন পারভেজ হোসেন ইমন।

এই ওপেনারই বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন। যেখানে দাড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জাকের আলি। তার ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে টাইগাররা।

শেষ ওভারে জাকের আলীর ব্যাটে ছিল রীতিমতো আগুন। আলজারির ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে তৃতীয় বলে লং অন দিয়ে বিশাল এক ছক্কা ছিল যেনো সিরিজের সেরা শট। শেষ বলটি তো স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দেন জাকের। এই ওভারে ওঠে ২৫ রান।

২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৮৯। ৪১ বলে অপরাজিত ৭২ রান করে জাকের তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। রিশাদ শূন্য বলে শূন্য রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন।

শেষ দিকে তানজিমের ১১ বলে ১৭ রানের ছোট অথচ কার্যকর ইনিংস জাকেরের সঙ্গে ২৭ বলে ৫০ রানের জুটি গড়তে সাহায্য করে।

শেষ কয়েক ওভারে জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। তাঁর দুর্দান্ত ইনিংস দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর এনে দেয়।

 

banner close
banner close