রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ ১০:০১

শেয়ার

২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো 
ছবি: সংগৃহীত

ফুটবলে সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। এরপরও এতোদিন পর্যন্ত শীর্ষস্থানটা নিজেদের দখলে ছিল বার্সার। তবে এবার সেটিও খোয়াতে হলো দলটিকে। লা লিগায় বার্সাকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

নির্ধারিত ৯০ মিনিট সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলায় আচমকাই বার্সেলোনার জালে বল পাঠাল আতলেতিকো মাদ্রিদ। অবিশ্বাস্য, নাটকীয় এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে দিয়েগো সিমেওনের দল।

২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। 

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায় বার্সেলোনা। পেদ্রির গোলে এগিয়েও যায় তারা। বিরতির পর সমতা টানেন রদ্রিগো দে পল। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেকসান্দার সরলথ।

১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট হলো ৪১। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা।

 

 

banner close
banner close