রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

অবশেষে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭

আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫

শেয়ার

অবশেষে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
ছবি: সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮ দশমিক ৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস।

ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি আর সানিকা চালকেকে।

গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা আক্তার নিশি।

banner close
banner close