রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৭

শেয়ার

ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত এবং অস্ট্রেলিয়া। এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের তিন টেস্ট, বাকি দুই টেস্ট।

সেই দুই টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।

চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ তিন টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হয়ে উঠতে পারে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ।

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করে আলোচনা আসেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে তার দেয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে প্রোটিয়া-লঙ্কান ক্রিকেটাররা। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত।

banner close
banner close