রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হারল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:৪১

শেয়ার

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হারল ভারত
ছবি: সংগৃহীত

ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি টেস্ট সিরিজে মেলবোর্ন টেস্টে ভারতীয় দল চরম ব্যর্থতার সাক্ষী থাকল। ১৮৪ রানে অস্ট্রেলিয়ার কাছে হার মানল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। যশস্বী জয়সওয়ালের লড়াই সত্ত্বেও ভারত ম্যাচ বাঁচাতে পারেনি।

ম্যাচের প্রথম থেকেই ব্যাটিংয়ে সমস্যায় পড়তে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। অধিনায়ক রোহিত শর্মা কিছুটা ধৈর্য দেখালেও নিজের পুরনো সমস্যা থেকে বেরোতে পারেননি। প্যাট কামিন্সের বলে মাত্র ৯ রান করে আউট হন তিনি।

বিরাট কোহলি, যিনি অফ স্টাম্পের বাইরের বলের দুর্বলতার কথা স্বীকার করেছিলেন, আবারও সেই একই ভুল করে আউট হন। মাত্র ৫ রান করে মিচেল স্টার্কের ফাঁদে পড়েন। লোকেশ রাহুল জায়গা বদলের পর থেকে ফর্ম হারিয়েছেন। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরতে হয় তাকে।

ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে ধৈর্য দেখালেও ১০৪ বলে ৩০ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডের ফাঁদে পা দিয়ে পন্থ ম্যাচ বাঁচানোর সুযোগ নষ্ট করেন।

যশস্বী জয়সওয়াল ২০৮ বল খেলে ৮৪ রানের লড়াকু ইনিংস উপহার দেন। সঙ্গীদের একের পর এক আউট হওয়া সত্ত্বেও ম্যাচ বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। তবে তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ফিরে আসেন। তাঁর এই লড়াইও ভারতকে হার থেকে বাঁচাতে পারেনি।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ব্যাটিং এবং বোলিংয়ে তাঁর ভূমিকা ছিল দুর্দান্ত। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

মেলবোর্ন টেস্টে হারার পর সিডনিতে সিরিজ রক্ষার জন্য শেষ চেষ্টা করবে ভারত। দলের ব্যাটিং বিভাগকে আরও দৃঢ়তা দেখাতে হবে। যশস্বীর লড়াই থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে।

banner close
banner close