
স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
২৭ মিনিটে হুগো ডুরোর করা গোলে অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের নেয়া শট ফিরে আসে পোস্টে লেগে।
ম্যাচে ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে সফরকারিরা। এর মধ্যেই ৭৯ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র।
খেলা যখন নিশ্চিতভাবে ভ্যালেন্সিয়ার দিকে, তখন দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা লুকা মডরিচ। ৮৫ মিনিটে বেলিংহ্যামের পাস থেকে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। আর ইনজুরি টাইমের ৫ মিনিটের মাথায় স্কোরশিটে নাম তুলে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম।
এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: