
বার্সেলোনার ইতিহাসের সঙ্গে তারুণ্যের সংযোগটা বেশ অনেক আগে থেকেই। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনাও ২০২৪ সালে আলোচনায় এসেছিল সেই তরুণ ফুটবলারদের সুবাদেই। দুঃসময়ের বেড়াজাল থেকে বার্সার স্বস্তিটাও মিলল তাদেরই সুবাদে। পাবলো গাভি এবং লামিনে ইয়ামালের গোলে নতুন বছরে প্রথম ম্যাচে জয় পেলো বার্সা।
টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। আলেহান্দ্রো বাল্দের অ্যাসিস্টে গোল করেন গাভি। হাঁটুর গুরুতর চোটে ১১ মাস বাইরে থাকার পর গত অক্টোবরে মাঠে ফেরা ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমে এটাই প্রথম গোল।
চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন বার্সার আরেক তরুণ তারকা লামিনে ইয়ামালও। গাভির অ্যাসিস্টে ম্যাচের ৫২ মিনিটে গোল করেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার। এ নিয়ে এই মৌসুমে বার্সার হয়ে তার গোল ৭টি, অ্যাসিস্টও করেছেন ১২টি।
আরও পড়ুন: