শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১৫:১৮

শেয়ার

টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
ছবি: সংগৃহীত

গত বছর জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এরপর ঘরোয়া পর্যায়েও আর কোনো ম্যাচ খেলেননি। অনেকেই ভেবেছিল ঘরোয়া ক্রিকেটেও হয়ত আর দেখা যাবে না এই কিংবদন্তিকে।

এখনই পেশাদার ক্যারিয়ারের ইতি টানছেন না ৪২ বছর বয়সী অ্যান্ডারসন। পেশাদার ক্যারিয়ার আরও লম্বা করতে চলেছেন তিনি।

দীর্ঘ একদশক পর ফের টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। যে কারণে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে রাজি হয়েছেন টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ এই উইকেটশিকারি।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পরামর্শক হিসেবে ইংল্যান্ডের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন অ্যান্ডারসন। তবে আরও ক্রিকেট খেলার ইচ্ছার কথা জানিয়ে সেই দায়িত্ব থেকে দ্রুতই সরে এসেছিলেন তিনি।

আইপিএলে খেলার ইচ্ছা থেকে গত ডিসেম্বরের মেগা নিলামে নামও দিয়েছিলেন এই ইংলিশ কিংবদন্তি। তবে নিলামে কোনো দলই তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি। এবার ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছেন অ্যান্ডারসন।

 

banner close
banner close