শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দশহাজার রান পূর্ণ করতে না পারার দায় হ্যাজলউডকে দিলেন স্মিথ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১৫:৩৯

শেয়ার

দশহাজার রান পূর্ণ করতে না পারার দায় হ্যাজলউডকে দিলেন স্মিথ
ছবি: সংগৃহীত

৯৯৯৯ রানে সিডনি টেস্টে আউট হয়ে ফেরেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। আর মাত্র ১ রান করলেই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতেন তিনি। এমন মাইলফলকের আগে ভীষণ চাপে ছিলেন বলে জানান স্মিথ। আর ৯৯৯৯ রানে আউট হওয়ার দায়টা চাপান দলের সতীর্থ জশ হ্যাজলউডের উপর।

সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি আবারো নিজেদের দখলে নেয় অস্ট্রেলিয়া। শেষ টেস্টের শেষ ইনিংসে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে স্মিথের দরকার ছিল ৫ রান। তবে ৪ রান করে গালিতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর সিডনি টেস্ট শুরুর আগে ১০ হাজারের মাইলফলক স্পর্শ করতে স্মিথের দরকার ছিল ৩৮ রান।

সেই টেস্ট শেষ হওয়ার এতদিন পর ৯৯৯৯ রানে আউট হওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ। এমন সময় আউট হওয়ার দায় সতীর্থ জশ হ্যাজলউডকে দেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে-ইনজুরির কারণে সেই টেস্ট তো খেলেন-ই নি হ্যাজলউড। তাহলে তার দোষ হল কীভাবে?  

স্মিথ বলেন, ‘সাধারণত আমি পরিসংখ্যানে খুব বেশি চোখ রাখি না। তবে ১০ হাজারের ব্যাপারটা তো আলাদাই। মাইলফলকটার খুব কাছে চলে আসায় ম্যাচের আগে এ নিয়ে সংবাদমাধ্যমে অনেক কথা বলতে হয়েছে। জানতাম, ৩৮ রান দরকার। রাতে যখনই ঘুমাতে চেষ্টা করেছিলাম জশ হ্যাজলউডের জার্সিটা চোখে ভাসত, কারণ ওর নম্বর ৩৮।’

সেই মাইলফলকের কথা চিন্তা করেই এমন সময় আউট হয়েছেন তিনি এমনটাই বলেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্মিথ বলেন, ‘আমার খেলা অন্য যেকোনো ম্যাচের চেয়ে এসব নিয়ে বেশি ভেবেছি এবার। দুঃখজনক ঘটনাই বলবো। ঘুমের হিসাবে জঘন্য এক সপ্তাহ কাটিয়েছিলাম। মোটেও ভালো কিছু ছিল না। ভাগ্য ভালো শেষ পর্যন্ত আমরা এই ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছি।’

তবে স্মিথকে বেশিদিন অপেক্ষা করতে হবেনা ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে। চলতি মাসে শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ।

banner close
banner close