
বাংলাদেশের মেয়েরা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন মালেয়শিয়ায়। শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করবেন সুমাইয়া আক্তাররা। প্রথম খেলায় প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপে থাকা নেপাল। প্রতিযোগিতা শুরুর আগে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে জিতেছেন সুমাইয়ারা। কুয়ালালামপুরে সেলাঙ্গর টার্ফ ক্লাবে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৩ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ১১৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদশেও সবকটি উইকেট হারিয়ে করে ১১৩ রান।
জয়ের জন্য শেষ ওভারে বাঘিনীদের দরকার ছিল ৪ রান। কিন্তু বাংলাদেশের মেয়েরা নিতে পারে ৩ রান। কোটিন কোলম্যানের করা ওভারটির প্রথম বলে রান আউট হন সাদিয়া আক্তার (২০)। শেষ বলে ২ রান নিলেই জিতে যেত বাংলাদেশ। সেটি করতে চেয়েছিলেন হাবিবা পিংকি (১০*)। কিন্তু দ্বিতীয়বার প্রান্ত বদল করার সময় রান আউট হয়ে যান নিশিতা আক্তার নিশি (২)।
স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান করে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে সুপার ওভার করেন পেসার হাবিবা। জয়ের জন্য শেষ বলে ৪ রান দরকার ছিল ইংল্যান্ডের। তবে তারা নিতে পারে ২ রান। যেকোনো পর্যায়ের ক্রিকেটে ইংলিশ মেয়েদের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়।
১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
আরও পড়ুন: