শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আল নাসরের মালিকানা পাচ্ছেন রোনালদো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫ ০৮:৪৬

আপডেট: ১৭ জানুয়ারি, ২০২৫ ১৪:২৮

শেয়ার

আল নাসরের মালিকানা পাচ্ছেন রোনালদো
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ফুটবলকে বিশ্বমঞ্চে যারা জনপ্রিয় করেছেন তাদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। তাকে অনুসরণ করে করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন। 

আল নাসরের সঙ্গে তার চুক্তি শেষের দিকে। ঠিক এই সময়ে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের খবর, রোনালদো এবারের চুক্তিতে আল নাসরের মালিকানার একাংশই পেয়ে যাচ্ছেন।

এই খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তাদের প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর সঙ্গে আল নাসরের নতুন চুক্তিটা আর্থিক দিক থেকে আকর্ষণীয় হতে চলেছে। আল নাসরে পর্তুগিজ তারকাকে দলের মালিকানার পাঁচ শতাংশ দেবে। 

মালিকানার পাশাপাশি বেতনটাও নেহায়েত মন্দ নয় রোনালদোর। একাধিক বছরের চুক্তিতে বেতন বাবদই তিনি আল নাসরে থেকে প্রতি মৌসুমে ১৮ কোটি ৩০ লাখ ইউরো পাবেন। সঙ্গে পারফর্ম্যান্স বোনাস তো থাকছেই। 

ক্রিশ্চিয়ানো রোনালদো আসছে ফেব্রুয়ারিতে পা দেবেন ৪০ বছরে। তার ঠিক আগে তার এমন চুক্তি পাওয়া জানান দিচ্ছে, তিনি ফুরিয়ে যাননি এখনও।

সৌদি প্রো লিগে যোগ দেয়ার পর থেকে তার গোলের ক্ষুধা বেড়েছে আরও। একের পর এক মাইলফলক ছুঁয়েই যাচ্ছেন তিনি। ৯০০ গোলের রেকর্ড গড়েছেন তিনি। এরপর তো জানিয়েও দিয়েছেন, গোলের সংখ্যা হাজারে নিয়ে যেতে চান তিনি। 

সবশেষ তিনি গড়েছেন প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ বছর গোল করার রেকর্ড। নতুন বছরে আল নাসরের হয়ে প্রথম ম্যাচে নেমেই গোল করেছেন তাতেই তিনি গড়ে ফেলেছেন এই রেকর্ড।

তবে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে তিনি কোনো মেজর শিরোপাই জিততে পারেননি। এ আক্ষেপটা রয়ে গেছে এখনও। সৌদি প্রো লিগে এবারের মৌসুমেও সুবিধা করতে পারেনি তার দল। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ২৮। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট এক ম্যাচ বেশি খেলে ৪০, দুইয়ে থাকা আল ইতিহাদও ১৫ ম্যাচে পেয়েছে সমান ৪০ পয়েন্ট।

banner close
banner close