শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ২২:১৮

শেয়ার

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
ছবি: বিসিবি

প্রথম খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দূর্বল নেপাল। তাই সকলের প্রত্যাশা ছিল জয়ের। আর নেপালকে গুড়িয়ে দিয়ে প্রত্যাশিত জয়ে আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

মালেয়েশিয়ায় আসরের উদ্বোধনী দিন শনিবার নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৫২ রানে আটকে রাখলেও এতটুকু রান তাড়ায় তারা হারায় ৫ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল শুরু থেকেই উইকেট হারায়। তবে এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা প্রাভিন। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল ছয়ে নামা সিমানা কেসি (১০)। দলের আর কোনো ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি। গোটা ইনিংসে বাউন্ডারি কেবল তিনটি।

বাংলাদেশের হয়ে ভালো বোলিং করেন সবাই। সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। নেপালের সর্বনাশ হয় রানিং বিটুউইন দা উইকেটে। রান আউট হন তাদের পাঁচ ব্যাটার।

রান তাড়ায় বাংলাদেশের প্রথম তিন ব্যাটার বিদায় নেন ১১ রানে মধ্যে। পরে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার দলকে এগিয়ে নেন কিছুটা। তবে তারা দুজনও কাজ শেষ করতে পারেননি। আফিয়া ইসলাম ইরা ও জান্নাতুল মাওয়া দলকে জিতিয়ে ফেরেন।

গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পরের ম্যাচে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল অনূর্ধ্ব-১৯: ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; নিশিতা ৪-১-১৩-১, ছোঁয়া ৪-০-৭-১, আনিসা ৩.২-০-৬-১, জান্নাতুল ৪-০-১১-২, সুমাইয়া ২-০-৮-০, হাবিবা ১-০-৭-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৩.২ ওভারে ৫৩/৫ (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল ৫*; রচনা ৩.২-০-১৬-১, রিয়া ৩-০-১০-১, সিমানা ৩-১-১০-১, পুজা ৩-০-১১-১, আনু ১-০-৬-০)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।

banner close
banner close